ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে

প্রকাশিত: ১২:০২ পিএম, ২২ এপ্রিল ২০১৬

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়ানপো ধামছো ধরজি দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

শুক্রবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটান হাইকমিশনের কাউন্সিলর ইয়নপেন গেইমথো, ভুটান পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেনঝিন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, বুড়িমারী স্থলবন্দর কমিশনার হুমায়ুন হাফিজ, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি  রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২২ ও ২৩ তারিখ বৈঠক করবেন।
 
তিনি আগামী ২৪ এপ্রিল বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে ফেরার পথে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

রবিউল হাসান/এআরএ/এমএস