ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন (৫৬) নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টায় মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নিহত হন তিনি।
নিহত আলমগীর হোসেন নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের বাবা। বিকেলে তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কাজে ভোর ৪টায় নলছিটি শহরের থানার পুলসংলগ্ন বাসা থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আলমগীর হোসেন। সকাল ৮টায় তিনি ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তার ছেলে দিদারুল আলম রায়হান ও পরিবারের সদস্যরা ভাঙ্গায় গিয়ে মরদেহ নিয়ে আসেন তিনি আসেন।
আলমগীর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম হাওলাদার প্রমুখ।
আতিকুর রহমান/এআরএ/এমএস