ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হরিণাকুন্ডুতে পৌর কর্মচারী গুলিবিদ্ধ

প্রকাশিত: ০২:১৯ এএম, ২৩ এপ্রিল ২০১৬

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সাগর হোসেন রুবেল নামে এক পৌর কর্মচারীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ সাগর হোসেন রুবেলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে হরিণাকুন্ডু উপজেলার চর আড়িয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হরিণাকুন্ডুর ৭নং রঘুনাথপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান এর পক্ষে প্রচারণা শেষে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাগর হোসেনকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আহত সাগর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ডাক্তাররা।

হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে না অন্য কোনো কারণে এটি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস