আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আনিস শেখ (৩৫) উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মুশারেফ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়ীয়া ইউনিয়নের চরকান্দিপাড়া ইটের ভাটায় সন্ধ্যার পর আনিসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গত পাঁচ বছরে উপজেলার কলাবাড়ীয়া গ্রামে অন্তত ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
হাফিজুল নিলু/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ার স্মৃতিবিজড়িত বাড়িতে সাজ সাজ রব, উজ্জীবিত নেতাকর্মীরা
- ২ ঝালকাঠিতে অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেফতার সাবেক মেয়র
- ৩ ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
- ৪ স্যান্ডেলের সূত্র ধরে পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
- ৫ নূরের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা হাসান মামুন