ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৪ এপ্রিল ২০১৬

আশুলিয়ায় সীমা আক্তার (২৪) নামে এক গার্মেন্টস শ্রমিককে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। রোববার ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় অাফাজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে নিজ ঘরে সীমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার স্বামী রেজাউল করিম। পরে সকালে ঘরের মধ্যে প্রতিবেশিরা গলা কাটা লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে স্ত্রীকে হত্যার পরে পালিয়ে যাওয়ার সময় ঘাতক স্বামী রেজাউলকে সকালে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে প্রতিবেশিরা।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, কি কারণে ওই গার্মেন্টস শ্রমিককে গলা কেটে হত্যা করেছে তার স্বামী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত সীমা আক্তার পাবনা জেলার ফরিদপুর থানার বিয়ালবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। সে জিরাবো এলাকার স্থানীয় টি ডিজাইন গার্মেন্টসের অপারেটর হিসাবে কাজ করতেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

অাল-মামুন/জেএইচ/এমএস