ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে আ.লীগ ৭, বিএনপি ১ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী

প্রকাশিত: ০৬:১২ এএম, ২৪ এপ্রিল ২০১৬

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জের ৯টি ইউপির মধ্যে ৭টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও ১টিতে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। উপজেলা নির্বাচন অফিসার রাকিব হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী হলেন যারা :
সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে ইলিয়াস রহমান মিঠু বিএনপি, কোলা ইউনিয়নে আয়ুব হোসেন আওয়ামী লীগ, নিয়ামতপুর ইউনিয়নে রনি লস্কার আওয়ামী লীগ, ত্রিলোচনপুর ইউনিয়নে নজরুল ইসলাম সানা আওয়ামী লীগ, মালিয়াট ইউনিয়নে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একরামুল হক সংগ্রাম, বারোবাজার ইউনিয়নে আবুল কালাম আজাদ আওয়ামী লীগ, কাষ্টভাঙ্গা ইউনিয়নে আয়ুব হোসেন আওয়ামী লীগ, রাখালগাছি ইউনিয়নে মহিদুল ইসলাম মন্টু আওয়ামী লীগ ও জামাল ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোদাচ্ছের হোসেন আওয়ামী লীগ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রিটানিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী থেকে ৭ জন ও বিএনপি থেকে ১ জন এবং বিএনপির বিদ্রোহী থেকে ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস