মাদক সেবন নিয়ে বিতণ্ডা, যুবককে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক সেবন নিয়ে বিতণ্ডার জেরে হৃদয় (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার যাত্রাপুর গ্রামের বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
হৃদয় যাত্রাপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই এলাকার মৃত আব্দুর রহীমের ছেলে রুবেলকে (৪০) আটক করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, রুবেল ও হৃদয় একইসঙ্গে মাদক সেবন করতেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার হৃদয়কে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান রুবেল। সেখানে মাদক সেবন নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হৃদয়কে উপর্যুপরি ছুরিকাঘাত করে উঠানে ফেলে পালিয়ে যান রুবেল। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যান। পরে রুবেলকে অভিযান চালিয়ে পুলিশ আটক করে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান