গরু জবাই করার সময় হার্ট অ্যাটাক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
কক্সবাজারের রামুতে কোরবানির গরু জবাই করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল কাদের (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়া কাঁটা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আব্দুল কাদের কোদালিয়া কাঁটা এলাকার মৃত রমজান করিমের ছেলে।
মৃতের জামাতা বেদারুল ইসলাম বলেন, ‘আমার শ্বশুর নিজেদের ভাগের গরুর পাশাপাশি আরও ৪-৫টি গরু জবাই করেন। শেষ গরুটি জবাইকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
তিনি আরও বলেন, আমার শ্বশুর গরুর লাথিতে মারা গেছেন বলে প্রচার করা হয়েছে। বিষয়টি সঠিক নয়।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, কার মৃত্যু কখন তার যে আগাম ঘোষণা নেই, সেটা আবদুল কাদেরের মৃত্যুতে আবারও প্রমাণ হলো।
সায়ীদ আলমগীর/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল