ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অগ্নিরাঙা কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে ঝিনাইদহ

প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, মহেশপুর, কোটচাঁদপুরসহ বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে কৃষ্ণচূড়ার শাখায় শাখায় এখন লালে-লাল হয়ে ফুটে আছে অগ্নিরাঙা কৃষ্ণফুল।

"
একদিকে যেমন বৈশাখের তাপদাহে জ্বলছে ঝিনাইদহ অন্যদিকে কৃষ্ণচূড়ার এই অপরূপ রূপ যেন মানুষের চিন্তা-চেতনাকে নিয়ে যায় অন্য এক পৃথিবীতে।

"
ঝিনদিহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর শাহ মো. আকরামুল হক জানান, কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম. Delonix regia। কৃষ্ণচূড়ার আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। আমাদের দেশে দুই ধরণের কৃষ্ণচূড়া ফুল ফুটতে দেখে যায়। একটি হল অগ্নি মতো উজ্জ্বল লাল অন্যটি লাল হলদেটে।

"
সর্বোচ্চ ১১-১২ মিটার পর্যন্ত লম্বা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশে কৃষ্ণচূড়া ফুল ফোটে এপ্রিল থেকে জুন পর্যন্ত। কুড়ি আসার কিছু দিনের মধ্যে পুরো গাছ ভরে যায় ফুলে ফুলে।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/বিএ