ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধভাবে বালু উত্তোলন

ড্রেজিং মেশিন-পাইপ নষ্ট করলো ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:২৭ এএম, ২১ জুন ২০২৪

মাদারীপুরে অবৈধভাবে বালু তোলায় দুটি ড্রেজিং মেশিন অকার্যকর ও বালু তোলার কাজে ব্যবহৃত পাইপ নষ্ট করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ও চোকদার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ড্রেজিং মেশিন-পাইপ নষ্ট করলো ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চরমুগরিয়া ও চোকদার ব্রিজ এলাকার আড়িয়াল খা এবং কুমার নদে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালু ব্যবসায়ীরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যান। পরে বালু উত্তোলনে ব্যবহৃত অভিযানে দুটি ড্রেজিং মেশিন অকার্যকর করা হয়। এছাড়াও প্রায় তিন হাজার মিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়।

ড্রেজিং মেশিন-পাইপ নষ্ট করলো ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জাগো নিউজকে বলেন, আমাদের এ ধরনের অভিযান সবসময় চলমান থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/এমএস