ঝালকাঠির ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
ঝালকাঠি সদর উপজেলার ৯টি এবং কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। শপথ গ্রহণ শেষে ইউপি চেয়ারম্যানদের অনুভূতি ব্যক্ত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র লিয়াকত আলী তালুকদার। 
ইউপি চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন।
এ সময় অরিক্তি জেলা প্রশাসক সার্বিক মো. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান/এসএস/এমএস