নড়িয়ার ১৩ ইউপিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ১৩ টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এ সকল প্রার্থীরা আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন।
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়িয়া উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জনসংযোগ শুরু করেছেন। উঠান বৈঠক থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই একই আলোচনা কে হচ্ছেন এবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
গত পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় এবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকল সম্ভাব্য প্রার্থীই চাচ্ছেন দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে। যার কারণে সকল সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন লাভের আসায় কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সম্ভাব্য প্রার্থীদের কাউকেই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার নড়িয়া উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। যারা আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতিনিধিত্ব করবেন।
এদিকে কয়েকটি ইউনিয়নে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা নেতাদের মূল্যায়ন না করায় বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন।
নড়িয়া উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে যারা লড়বেন তারা হলেন- মোক্তার চর ইউনিয়নে শাহ আলম চৌকিদার, জপসা ইউনিয়নে শওকত বয়াতী, রাজনগর ইউনিয়নে জাকির গাজী, নশাসন ইউনিয়নে দেলোয়ার হোসেন তালুকদার, ফতেজঙ্গপুর ইউনিয়নে আলী হোসেন খন্দকার, ভোজেশ্বর ইউনিয়নে নুরু বেপারী, ডিঙ্গামানিক ইউনিয়নে আনোয়ার হোসেন খান, চামটা ইউনিয়নে গিয়াস উদ্দিন রারী, ভূমখারা ইউনিয়নে শাহজাহান, বিঝারী ইউনিয়নে আবদুস সালাম, ঘড়িসার ইউনিয়নে আবদুর রব খান, নওপাড়া ইউনিয়নে মাহবুব হাওলাদার এবং চর আত্রা ইউনিয়নে সেলিনা আক্তার।
ছগির হোসেন/এসএস/পিআর