ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠি সদর উপজেলায় ইউপি সদস্যদের শপথগ্রহণ

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৬ এপ্রিল ২০১৬

ঝালকাঠি সদর উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৯টি ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ১০৮ জন সদস্য শপথগ্রহণ করেন।

নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন ও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে গাভারামচন্দ্রপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, বিনয়কাঠি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান, নবগ্রাম ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মো. মুজিবুল হক আকন্দ, কেওড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন টিপু বাকলাই, কির্ত্তীপাশা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আ. শুক্কুর মোল্লা, বাসন্ডা ইউনিয়নের ইউনিয়নের ৮ম বারের মত নির্বাচিত চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, গাবখান ধানসিড়ি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট জাকির হোসেন, শেখেরহাট ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমীন সুরুজ ও নথুল্লাবাদ ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান রেজাউল কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলার ৯টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৮১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৭ জন শপথগ্রহণ করেন।
    
আতিকুর রহমান/এফএ/পিআর