ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এএসপির গাড়ি ভাঙচুর : ৫শ’ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:১৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুনের গাড়ি ভাঙচুরের ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এএসপি মামুনের দেহরক্ষী কনস্টেবল শফিউল আমীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজল চৌধুরী ও তার সহযোগী মনির হোসেন আবিরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০/৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ এপ্রিল) নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আঁখিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাজল চৌধুরী প্রকাশ্যে বিভিন্ন বুথে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছেন বলে স্থানীয় এক যুবক এএসপি মামুনের কাছে অভিযোগ করেন।

এ সময় এএসপি মামুন কাজল চৌধুরীকে সতর্ক করেন। এ ঘটনার কিছুক্ষণ পর পুনরায় তার লোকজনকে নিয়ে ভোটকেন্দ্রের বিভিন্ন বুথে প্রবেশ করলে বুথে থাকা অন্য প্রার্থীর এজেন্ট ও উপস্থিত ভোটাররা চিকৎকার শুরু করেন। এ সময় এএসপি মামুন ভোটকেন্দ্রে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজল চৌধুরীকে সতর্ক করার চেষ্টা করলে তার সহযোগী মনির হোসেন আবির নামে এক যুবক তর্কে জড়িয়ে পড়েন।

বিষয়টি কর্তব্যরত ম্যজিস্ট্রেটকে অবহিত করলে কাজল চৌধুরীকে হেফাজতে নেয়ার কথা বলেন। এ ঘটনার পর কাজল ও মনির চিৎকার শুরু করে কয়েকশ লোক জমা করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এএসপি মামুনের নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/বিএ