ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় বিপৎসীমার নিচে নামলো পদ্মা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৫ জুলাই ২০২৪

কমেছে পদ্মার পানি। গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার কমে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার পানি পরিমাপক (গেজ পাঠক) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠা-নামা করলেও এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। তবে বেড়িবাঁধের বাইরে থাকা নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে।

জানা গেছে, পদ্মা নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ীর জেলা সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় পৃথক তিনটি গেজ পয়েন্ট রয়েছে। এরমধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করলেও এখন তা বিপৎসীমার নিচে। এছাড়া রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে পদ্মার পানি এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ইন। তবে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস