ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৭ জুলাই ২০২৪

রাজবাড়ীর কালুখালীতে নদীতে গোসলে নেমে সিয়াম শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ফরিদপুর সদর উপজেলার গোয়ালটিকা গ্রামের শহিদুল শেখের ছেলে।

কালুখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. বাকী বিল্লাহ জানান, সিয়াম শেখ হরিণবাড়ীয়ার চর এলাকার ফুফা হারুন অর রশিদের বাড়িতে বেড়াতে আসে। পদ্মা নদীতে গোসলে এসে নৌকা থেকে লাফ দিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পানি থেকে না উঠে আসায় তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালিয়ে সিয়ামকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম