ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লোডশেডিংয়ের প্রতিবাদে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৭ এপ্রিল ২০১৬

ঘন ঘন লোডশেডিয়ের প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

বুধবার বিকেলে হাজীগঞ্জ পৌর ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের ভুক্তভোগী কয়েক শতাধিক বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই দিকে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন এবং হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম (এলএলবি) অবরোধ স্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে।

এলাকাবাসী জানায়, গত কয়েকদিন যাবৎ বিদ্যুতের ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না। এছাড়া তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও রীতিমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এসময় তারা পৌরসভার লাইনের সঙ্গে বিদ্যুৎ সংযোগের দাবি জানান।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (সদস্য সেবা) মমিনুল হক জাগো নিউজকে জানান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ ফিক আওয়ারে ৯ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে আমরা পাচ্ছি ৬ মেগাওয়াট। তাছাড়া গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসার।

ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি