গাংনীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আবু খাঁ (৪৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ তেল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু খাঁ ধর্মচাকী গ্রামের খেদের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গাংনী থানার এসআই শহিদুল ইসলাম মটরসাইকেল চেকিং করছিলেন। আবু খাঁ মটরসাইকেলযোগে গাংনীতে আসার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে গাড়ি থামাতে বলে। তিনি পুলিশের কাছাকাছি আসলে পিছন থেকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আবুখাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান টিটু/এফএ/আরআইপি