দাগনভূঞায় আ.লীগ ছাড়া অন্য প্রার্থীরা মনোনয়ন দিতে পারেনি
ফেনীর দাগনভূঞায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সদস্য ছাড়া বাকিদের মনোনয়ন দাখিলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চেকপোস্ট বসিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়ন দাখিলে বাধা দেন।
মনোনয়ন প্রত্যাশীরা অভিযোগ করে বলেন, দাগনভূঞার পৌর মেয়র ওমর ফারুক নেতৃত্বে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ছাড়া বাকি কাউকে মনোনয়ন জমা দিতে দেয়া হচ্ছে না।
সকালে মনোনয়ন জমা দিতে আসলে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের সদস্য পদ প্রার্থী গোলাম মোস্তফা প্রকাশ পুলিশ মোস্তফা ও ৭নং জয়লস্কর ইউনিয়ন ১নং ওয়ার্ড সদস্য প্রার্থী আবুল বাসারকে মনোনয়ন দাখিলে বাধা দেয়া হয়। এসময় তারা আবুল বাসারের মনোনয়নপত্র ছিড়ে ফেলে দেন।
অভিযোগ অস্বীকার করে দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক জাগো নিউজকে জানান, এসব ঘটনায় তিনি জড়িত নন।
এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম উদ্দিন জাগো নিউজকে জানান, সকালে প্রার্থীদের বাধা দেয়ার খবর শুনে পুলিশের ফোর্স সংখ্যা বাড়ানো হয়েছে। মনোনয়ন জমা দেয়ার জন্য আরো পাঁচ দিন সময় বাকি রয়েছে। আর পুলিশ তাদের সহযোগীতা করতে প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল দেশের ৭৩৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পঞ্চম ধাপে ৩ মে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৪ ও ৫ মে। প্রত্যাহারের শেষ দিন ১২ মে এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ মে।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি