ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষার্থীদের গলাকাটার হুমকি, হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৩ আগস্ট ২০২৪

সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায়কে ওএসডি করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

শিক্ষার্থীদের গলাকাটার হুমকি, হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি

তিনি বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব এম কে হাসান জাহিদ একটি চিঠি ইস্যু করেছেন। ওই চিঠিতে ১৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিভিন্ন অনিয়মের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে যান। পরে তারা তাদের পরিচয় দিয়ে হাসপাতালের নয়টি অনিয়মের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। আর এতেই উত্তেজিত হয়ে তিনি অকথ্য ভাষা ব্যবহার করে শিক্ষার্থীদের গলাকাটার হুমকি দেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে লিখিতভাবে জানায়। এ কারণে তাকে আজ (মঙ্গলবার) পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এম এ মালেক/আরএইচ/এমএস