ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই মাস পর পদ্মা-মেঘনায় মাছ শিকারে নামছে জেলেরা

প্রকাশিত: ০৭:১৬ এএম, ০১ মে ২০১৬

দুই মাস পর চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছে জেলেরা। মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল। মাছ ধরার লক্ষ্যে ইতোমধ্যে জেলেরা তাদের নৌকা ও জাল মেরামত কাজ সম্পন্ন করেছে।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বিস্তৃর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। ইলিশের পোনা জাটকা নিধন প্রতিরোধকল্পে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে মার্চ-এপ্রিল এই দুই মাস ধরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে চাঁদপুরের নদীসীমানা হচ্ছে ৬০ কিলোমিটার।

দুই মাস অভিযানকালে ২৯০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ২৪০ জেলেকে ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁদপুরে মেঘনায় মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে ৪৬ হাজার ২৫০ জন জেলে। এসব জেলেদের মধ্যে ৪১ হাজার ৪২ জেলেকে নিষিদ্ধ সময়ে ৪০ কেজি করে ৪ মাস চাল দেয়া হচ্ছে।  

ইকরাম চৌধুরী/এআরএ/এমএস