ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে তাঁত শ্রমিককে জবাই করে হত্যা

প্রকাশিত: ০২:৩০ এএম, ০২ মে ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরের চন্দনগাঁতী মহল্লার এক তাঁত শ্রমিককে জবাই করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

নিহত রাহেল আহমদ (২৫) চন্দনগাঁতী পশ্চিমপাড়া মহল্লার শুকুর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে রাহেল রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেন নি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার ভোরে অন্যান্য তাঁত শ্রমিকেরা বাড়ির অদূরে ধানের ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের কাছে জানালে তারা এসে মরদেহটি সনাক্ত করেন।

এ ব্যাপারে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে বা কেন এই হত্যাকাণ্ড হয়েছে তা উদ্ধার করাসহ জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ব্যাাপরে বেলকুচি থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।  

বাদল ভৌমিক/এসএস/এমএস

আরও পড়ুন