বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ইউপি নির্বাচন ভালো হয়েছে
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ভালো হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমন্বয় কমিটির এক সভায় এ দাবি করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল দল অংশ নিয়েছে। নির্বাচন ভালোভাবেই হচ্ছে। তবে দুই একটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এই সকল ঘটনা নির্বাচনে ঘটে। পূর্বের যে কোনো নির্বাচনের থেকে বর্তমান নির্বাচনের সহিংসতা খুবই কম। নির্বাচনকে ঘিরে যে সকল স্থানে সহিংসতা ঘটেছে, তা নির্বাচনের আগে বা পরে ঘটেছে। যা প্রতিহিংসার কারণে ঘটেছে। কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আইন-শৃঙ্খলা বহিনী এ সকল সহিংস প্রতিহত করে আসছে। তারা তৎপর রয়েছে বলেই বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। বিগত কয়েক বছর ধরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার। উন্নয়নমূলক কাজ করছে বলেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানের চাপের কারণে বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হলেও পূর্বের যে কোনো সময়ের চেয়ে দেশে বিদ্যুতের সমস্যা অনেক কম। বেশি পরিমাণ চাহিদার বিপরীতে উৎপাদন কম থাকায় সাময়িকভাবে এই সমস্যার সৃষ্টি হলেও এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, পূর্বের যে কোনো সময়ের থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমেরিকায় একই পরিবারের ৮ জনকে হত্যা সম্পর্কে মন্ত্রী বলেন, এই সম্পর্কিত কোনো খবর সে দেশসহ কোনো দেশের মিডিয়ায় খবর প্রকাশ করা হয়নি। কিন্ত আমাদের দেশে পান থেকে চুন খসলেই বড় বড় আকারে খবর পরিবেশন করা হয়।
তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী শান্তি বজায় সহ মানুষের জানমাল নিরাপত্তা দিতে রাত দিন কাজ করে যাচ্ছেন। মাত্র কয়েক দিন আগে বগুড়ায় জঙ্গিদের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গোলা বারুদ উদ্ধার করেছে। সন্ত্রাসীরা নানা ধরনের ষড়যন্ত্র করলেও তারা এদেশে কিছুই করতে পারবে না। পুলিশের পাশাপাশি সকলকে তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান, পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাদল ভৌমিক/এআরএ/এবিএস