ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত: ০৪:২৮ এএম, ০২ মে ২০১৬

সিরাজগঞ্জে রঞ্জু হোসেন (২৮) নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার নিঝুরি এলাকার ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

নিহত রঞ্জু হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি গ্রামের ইসহাক আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রঞ্জু রোববার দুপুরে অটোরিকশা নিয়ে রায়গঞ্জ যায়। চান্দাইকোনা বাজারে কয়েকজন তার অটোরিকশাটি ভবানীপুর যাওয়ার কথা বলে ভাড়া নেয়। অটোরিকশাটি নিয়ে রওনা হয়ে নিঝুরি এলাকায় পৌঁছালে যাত্রীবেশী কয়েকজন সন্ত্রাসী তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহটি ব্রিজের নিচে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার আর কোনো হদিস মেলেনি। সোমবার সকালে এলাকাবাসী ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা মরদেহটি সনাক্ত করেন।

এ ব্যাপারে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

বাদল ভৌমিক/এসএস/এমএস

আরও পড়ুন