ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে আগুন : আটক মেম্বারের মুক্তির দাবিতে থানা ঘেরাও

প্রকাশিত: ০৭:৫২ এএম, ০২ মে ২০১৬

সুন্দরবনে আগুন লাগার ঘটনায় রায়েন্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও রায়েন্দা ইউনিয়নের শ্রমিক লীগের আহ্ববায়ক মো. জাকির হোসেনকে আটকের ঘটনায় ফুসে উঠেছে সেখানকার মানুষ। সোমবার বেলা ১১টায় এঘটনার প্রতিবাদে এবং আটক সদস্যের মুক্তির দাবিতে শরণখোলা থানায় শত শত নারী জড়ো হয়ে বিক্ষোভ করেছে।

দুপুরেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত শত শত নারী শরণখোলা থানা ঘেরাও করে  জাকিরের মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, শরণখোলা থানা পুলিশ রোববার রাতে উত্তর রাজাপুর থেকে জাকির মেম্বারকে ২৭ এপ্রিল সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে আটক করে। আটক জাকির শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার আবুল হোসেন খানের ছেলে।
 
এনিয়ে সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ছয় জনকে আটক করলো। তবে এদের মধ্যে কেউই বনবিভাগের দায়ের করা মামলায় এজাহার ভুক্ত আসামি নয়।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, সুন্দরবনে আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইউপি সদস্য জাকির হোসেনকে আটক করে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরআগে রোববার ভোরে উত্তর রাজাপুর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে রুস্তুম হাওলাদার (৫০), পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নজরুল ইসলাম (৩২), একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২২) এবং জামাল হাওলাদারের ছেলে ইসাহাক হাওলাদারকে (৫০) সুন্দরবনে আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করে পুলিশ। এছাড়া শুক্রবার সন্ধ্যায় শরণখোলা উপজেলার একই এলাকা থেকে পুলিশ খলিলুর রহমান হাওলাদার নামে অপর এক ব্যক্তিকে  আটক করে।
 
সরকারি হিসেবে গত ২৭ এপ্রিল বিকেলে সুন্দরবনের চাদপাই রেঞ্জের তুলাতলায় লাগা আগুনে বনের সাড়ে তিন একরের গাছপালা পুড়ে গেছে। দুর্বৃত্তদের দেয়া ওই আগুন শনিবার বিকেলে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। এঘটনাকে নাশকতা উল্লেখ করে শরণখোলা থানায় ৬ জন চিহিৃত আসামির নাম উল্লেখ করে পূর্ব সুন্দরবন বিভাগের চাদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের বন কর্মকর্তা সুলতান মাহমুদা বাদী হয়ে জীববৈচিত্র ও বনের ক্ষতির কথা উল্লেখ করে মামলা দায়ের করেন।

এর আগে ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনের চাদপাই রেঞ্জে আগুন দেয়ার ঘটনাতেও ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া গত মার্চ মাসের ২৮ তারিখে আবারো চাদপাই রেঞ্জ এলাকার বনে আগুন লাগে।

শওকত আলী বাবু/এফএ/এমএস

আরও পড়ুন