দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স : ৪ মাস ধরে অ্যাম্বুলেন্স বিকল
ফাইল ছবি
৪ মাসের বেশি সময় ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ফলে ভেস্তে যাচ্ছে স্বাস্থ্য খাতে সরকারের দেয়া অঙ্গীকার।
এলাকাবাসী, রোগী ও স্বজনদের অভিযোগ, এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের বিভিন্ন অজুহাতে ৫০ কিলোমিটার দূরবর্তী সিলেট পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় প্রথম ধাপেই রোগী পরিবহনে বিপাকে পড়েন তারা। দ্বিগুণ ভাড়া গুণে যেতে হয় গন্তব্যস্থলে।
উপজেলার সাকিতপুর গ্রামের বাসিন্দা শওকত আলী বলেন, সম্প্রতি তার মেয়েকে নিয়ে হাসপাতালে আসলে সিলেট যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। পরবর্তীতে দ্বিগুণ ভাড়া দিয়ে একটি প্রাইভেটকারে সিলেট যেতে বাধ্য হন তারা। দীর্ঘদিন ধরে বিকল থাকা অ্যাম্বুলেন্সটি সচল না করায় হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেন তিনি।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে বিকল অ্যাম্বুলেন্সটি সচল করে এ জনপদের দুর্ভোগ লাঘব করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, বিষয়টি দ্রুত সমাধান করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, বিষয়টি জানতে পেরেছি। দ্রুত এটি মেরামত করা হবে।
এসএস/এমএস