ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০২ মে ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শেরপুরে এক মাদক ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এক মাদক বিরোধী সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসী মনির মিয়া নামের ওই মাদক ব্যবসায়ীর বাড়ির আসববাপত্রেও অগ্নিসংযোগ করেন।

দুপুরে শেরপুর পশ্চিম পাড়া মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সমাবেশে শেরপুর গ্রামের কয়েকশ মানুষ অংশ নেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন।

B.baria

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক বিরোধী যুদ্ধটাকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা তাদের জন্য একটা সতর্কবার্তা। তাছাড়া এটা সারাদেশের মাদক সংশ্লিষ্টদের কাছেও একটা বড় ম্যাসেজ বলে উল্লেখ করেন পুলিশ সুপার।

পরে সমাবেশ শেষে শেরপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির মিয়ার পাকা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় তারা বাড়ির আসবাবাপত্রে অগ্নিসংযোগ করেন।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/এবিএস