পাবনায় মাদক নিয়ে দ্বন্দ্বে দুই কারবারি খুন
ফাইল ছবি
পাবনায় মাদক কেনা বেচা নিয়ে দ্বন্দ্বে দুই মাদক কারবারি নিহত হয়েছেন। পাবনা শহরের মাছুম বাজারে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধু (৪০) ও মঞ্জু (৪২)। তাদের বাড়ি পাবনা পৌর এলাকার মাছুম বাজার এলাকায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান, মাদক কারবারিদের একটি গ্রুপ তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
আমিন ইসলাম জুয়েল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ