ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাট জেলা যুবলীগের সম্মেলন মঙ্গলবার

প্রকাশিত: ০৪:০০ পিএম, ০২ মে ২০১৬

দীর্ঘ ১০ বছর পর আগামীকাল মঙ্গলবার জয়পুরহাটে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৬  সালে যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।

জয়পুরহাটের শহীদ ডা. আবুল কামেশ ময়দানে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য জেলা যুবলীগের কমিটি গঠন করা হবে। তবে সভাপতি পদে বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এ ছাড়া সাধারণ সম্পদক পদে যে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন, নাফিজ চৌধুরী উজ্জল, আল মামুন হাসান ববি, মেহেদী হাসান হিটলু, রাসেল দেওয়ান  মিলন, সুমন মিয়া, রাইসুল হক রাজ ও চঞ্জল কুমার অধিকারী।

সম্মেলনে জয়পুরহাট জেলা যুবলীগের ভারপাপ্ত সভাপতি নাফিজ চৌধুরী উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

জয়পুরহাট জেলা যুবলীগের সাধারণ সাম্পাদক প্রভাষক সুমন কুমার সাহার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, স্থানীয় সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা পরিষদ  প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সাম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল, সহ-সম্পাদক সৈকত জোয়ার্দ্দার প্রমুখ।

এদিকে, দীর্ঘদিন পর জেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। জেলা শহরের আনাচে-কানাচে শোভা পাচ্ছে নানান রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড। অতিথিগণের আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা দিয়ে নির্মাণ করা হয়েছে বর্ণাঢ্য তোরণ।

জয়পুরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর এ তথ্য নিশ্চিত করেন।

রাশেদুজ্জামান/ এমএএস/এবিএস