ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় জুট মিলে আগুন

প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৪ মে ২০১৬

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া ঘাট সংলগ্ন মন্ডল জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার সকাল পৌনে ১০টায় শ্রমিকদের কর্মরত অবস্থায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের স্থানীয় ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরো মিলে ছড়িয়ে পড়েছে। এ মিলে পাটের সূতা ও বস্তা তৈরি করা হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পর মিলের ভেতর থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফরমাইশ খানা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু ক্রমান্বয়ে আগুনের তীব্রতা বাড়ছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. লিয়াকত আলী জানান, অগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এব্যাপারে দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

আলমগীর হান্নান/এফএ/এমএস

আরও পড়ুন