সুনামগঞ্জে নবজাতক হত্যার দায়ে কারাগারে মা
নবজাতক সন্তান হত্যার দায়ে কুলসুমা আক্তার (৩০) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সকালে ধর্মপাশা আদালতে তাকে সোপর্দ করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
আসামি কুলসুমা আক্তার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের শাহাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে জন্ম নেয়া নবজাতক কন্যা সন্তানকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে ফেলে হত্যা করে কুলসুমা আক্তার। পরদিন মঙ্গলবার এ ঘটনায় নবজাতকের বাবা শাহাজুল ইসলাম বাদী হয়ে তার স্ত্রীকে একমাত্র আসামি করে স্থানীয় ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, নবজাতককে হত্যার বিষয়টি স্বীকার করায় কুলসুমাকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়।
এফএ/এমএস