বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু
ফাইল ছবি
পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের কাচারপুর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন একই গ্রামের নবাব উদ্দিন খানের স্ত্রী আরজিনা খাতুন (৪২) ও মেয়ে আরশা খাতুন (১২)।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টি হচ্ছিল। এসময় আরশা খাতুন বাড়িতে টিনের তৈরি গোয়াল ঘরের নিচে পানিতে গোসল করেন। গোসল শেষে ওই গোয়ালঘরে উঠতে গেলে লোহার দরজার সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন।
আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান বলেন, গোয়ালঘরের বিদ্যুতের তার ছিঁড়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়েছিল। মেয়ে বুঝতে না পেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
নবাব উদ্দিন বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি একা হয়ে গেলাম।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি।
আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ