ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘালয় সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ

প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৫ মে ২০১৬

ভারতের মেঘালয় সীমান্তের তোরা জেলার বারেংগাপাড়া এলাকায় বুধবার দুপুরে এক বাংলাদেশী যুককের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় নাকুগাঁও স্থলবন্দর দিয়ে মরদেহটি ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম রফিকুল ইসলাম (২৫)। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের আব্দুল করিমের ছেলে।

সীমান্তের সূত্রগুলো জানায়, ভারতের মেঘালয় রাজ্যের বারাংগাপাড়া এলাকায় বুধবার দুপুরে স্থানীয় পুলিশ বাংলাদেশী যুবক রফিকুলের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের কাছ থেকে মরদেহটি বাংলাদেশী যুবকের হতে পারে জেনে ভারতীয় পুলিশ বিএসএফের মাধ্যমে বিজিবিকে অবহিত করে। বিজিবিও স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে মরদেহটি নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের আব্দুল করিমের ছেলে রফিকুলের বলে নিশ্চিত হলে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরে সিদ্ধান্ত হয়।

স্থানীয় একটি সূত্রে জানা যায়, গরুচোর সন্দেহে স্থানীয় অধিবাসীরা তাকে পিটিয়ে হত্যা করে। তবে অপর আরেকটি সূত্র জানায়, রফিকুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুইদিন যাবত তিনি নিখোঁজ ছিলেন। তিনি সীমান্তের ওপারে বারাংগাপাড়ায় গিয়ে বিভিন্ন বাসাবাড়িতে ভাঙচুর-গালাগাল শুরু করলে স্থানীয় অধিবাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ব্যাপক মারধোর করে। এতে তিনি মারা যান।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফসিহুর রহমান স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, শুনেছি ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। গত ২ মে থেকেই সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকাল নয়টায় নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তার মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। তবে অফিসিয়ালি আামকে কিছু জানানো হয়নি।

হাকিম বাবুল/এফএ/আরআইপি

আরও পড়ুন