ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ধর্ষক শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৪:০০ এএম, ০৫ মে ২০১৬

চুয়াডাঙ্গায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষক আহাদ আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৮টার দিকে চুয়াডাঙ্গায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে রাতেই ধর্ষণের শিকার ওই ছাত্রীর দুলাভাই মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় শিক্ষক আহাদ আলীর নামে মামলা দায়ের করেন।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার ক্লাসরুমে নোট দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে শুক্রবার বিকেলে বাড়িতে যেতে বলে শিক্ষক আহাদ আলী। তার কথামত ওই শিক্ষার্থী বাড়িতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি ওই শিক্ষার্থী তার অভিভাবকদের জানালে বুধবার সকালে বিক্ষুব্ধ অভিভাবক ও তার স্বজনরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায় । এসময় অভিযুক্ত শিক্ষক আহাদ আলীকে মারধর করা হয়।

এদিকে শিক্ষক কর্তৃক শিক্ষার্থী ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এতে যোগ দিলে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে। এরপর রাতে ধর্ষিতার দুলাভাই বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি

আরও পড়ুন