ঠাকুরগাঁওয়ে ৪২ চেয়ারম্যান প্রার্থীর মনোয়নপত্র দাখিল
ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫ম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে ৯টি ইউনিয়নে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।
জানা গেছে, নারগুন ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আ.লীগের সেরেকুল ইসলাম, বিএনপির বর্তমান চেয়ারম্যান পয়গাম আলী ও স্বতন্ত্র ভবোতোষ চন্দ্র।
জগন্নাথপুর ইউনিয়নে আ.লীগের আলাউদ্দীন ও বিএনপির বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে, দেবীপুর ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, আ.লীগের মোয়াজ্জেম হোসেন, বিদ্রোহী প্রার্থী নুর ইসলাম ও বিএনপির বাবুল হোসেন।
গড়েয়া ইউনিয়নের ৪ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আ.লীগের জসিউর রহমান, বিএনপির রেজওয়ানুল ইসলাম, জাতীয় পার্টির ইউসুফ আলী ও স্বতন্ত্র নুরুল হুদা মো. কামরুজ্জামান।
সালন্দর ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আ.লীগের মাহাবুব আলম, বিএনপির গোলাম মাওলা চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ চৌধুরী, জাতীয় পার্টির আব্দুল কাদের, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, স্বতন্ত্র মতি ভক্তি রানী সরকার ও স্বতন্ত্র হাসিবুর রহমান।
বালিয়া ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, আ.লীগের নুর এ আলম ছিদ্দিকী, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. আফাজ উদ্দীন ভূইয়া ও স্বতন্ত্র জুলফিকার আলী ভুট্টো।
শুখানপুকুরী ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আ.লীগের আনিছুর রহমান, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়জুল হক প্রধান, বিএনপির মনজুরুল আলম, জাতীয় পার্টির আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাহাবুর আলম, স্বতন্ত্র প্রার্থী আকবর আলী, স্বতন্ত্র প্রার্থী জীবন কুমার ঘোষ ও স্বতন্ত্র প্রার্থী নুর নবী।
বেগুনবাড়ী ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, আ.লীগের বর্তমান চেয়ারম্যান বনি আমীন, বিএনপির আহসান হাবিব, স্বতন্ত্র গিয়াস উদ্দিন, স্বতন্ত্র আবু নছর ও স্বতন্ত্র আক্কাছ।
আউলিয়াপুর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী-লীগের আতিকুর রহমান, বিএনপির বর্তমান চেয়ারম্যান জাফরুল্লাহ, ওয়ার্কার্স পার্টির প্রফূল্ল চন্দ্র বর্মন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাফিজ উদ্দীন, স্বতন্ত্র জিয়াউর রহমান ও স্বতন্ত্র জাকির হোসেন।
রবিউল এহ্সান রিপন/এফএ/আরআইপি