ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৫ মে ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীম চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুরে প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওয়ার্কাস পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় রায় পোদ্দার।

সঞ্জয় রায় পোদ্দার অভিযোগ করে বলেন, আমার অবস্থান ভালো হওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম চৌধুরী আমার কর্মী-সমর্থক, সাধারণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। এমনকি পুলিশের মাধ্যমে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

সঞ্জয় রায় পোদ্দার আরো বলেন, নির্বাচনে আমার প্রতীক `হাতুড়ি`র গণজোয়ার সৃষ্টি হওয়ার কারণে শামীম চৌধুরী ভীত হয়ে তার নিজ গ্রাম সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আলাদাউদপুর, সাতগাঁও মাদরাসা ভোটকেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার জন্য বুধবার সভায় ঘোষণা দিয়েছেন। এতে করে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাছাড়া তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোসহ নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সঞ্জয়।

তিনি বলেন, যুবমৈত্রীর বিজয়নগর উপজেলার কমিটির আহ্বায়ক অপূর্ব দেবকে শামীম চৌধুরী ও তার লোকজন বাড়ি থেকে বের করে দেয়ার জন্য কয়েক দফায় হুমকি দিয়েছে। এর ফলে অপূর্ব চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা কৃষি সমিতির আহ্বায়ক আবদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক বিল্লাল মিয়া, উপজেলা ওয়ার্কাস পার্টির সদস্য বাদল রায়, যুবমৈত্রীর আহ্বায়ক অপূর্ব রায় প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৭ মে চান্দুরাসহ বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস