ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই শিশুকে হত্যার কথা স্বীকার করলেন মা

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৫ মে ২০১৬

ফরিদপুরের মধুখালী উপজেলার বাঘাট ইউনিয়নের চর বাগাট গ্রামে ভাই-বোনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। পাঁচ বছর বয়সী তকী ও ছয় মাস বয়সী তাহেরার রহস্যজনক মৃত্যুতে ওই দিনই মধুখালী থানায় একটি অপমৃত্যু মামলা করেন শিশুদের দাদা ইউসুফ মোল্য।

বুধবার রাতে জিজ্ঞাসাবদের জন্য নিহত শিশুদের মা তাসলিমা বেগমকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজ সন্তানদের গলাটিপে হত্যার কথা স্বীকার করে মা তাসলিমা।

বৃহস্পতিবার ইউসুফ মোল্যা বাদী হয়ে ছেলের বউ তাসলিমাকে একমাত্র আসামি করে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় পুলিশ তাসলিমাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, এজেডএম মোস্তাফিজুর রহমান, মধুখালী থানার ওসি রুহুল আমীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ওই রাতে তাহাজ্জুদের নামাজ শেষে গায়েবি আওয়াজে নিজ সন্তানদের হত্যার নির্দেশ পেয়ে গলাটিপে দুই সন্তানকে হত্যা করেন তিনি। পুলিশের কাছে এমনটাই বক্তব্য দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২ মে রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে ছেলে-মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন মা তাসলিমা। সকালে ঘুম থেকে উঠে তাদের মা সংসারের কাজে ব্যস্ত থাকায় নিহতদের ফুফু ইরানী বেগম শিশুদের ঘুম থেকে উঠাতে গিয়ে দেখে কোনো সারা শব্দ নেই।

রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

এস.এম. তরুন/এআরএ/পিআর

আরও পড়ুন