ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেলো দুই শিশুর
ফাইল ছবি
ফেনীর দাগনভূঞায় খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুরে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলভি বাড়ির আলাউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (৫) ও একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সকালে খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় শিশু দুটি। পরে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কারও গাফিলতির প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। এ ঘটনায় শিশুর পরিবার অভিযোগ না করলে অপমৃত্যুর মামলা হবে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান