ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় ১৪ ইউনিয়নে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৬ মে ২০১৬

আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে কেন্দ্রে-কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব বন্টন ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বুঝে দেওয়ার কাজ।

শুক্রবার সকালে মাগুরা পুলিশ লাইনস মাঠে পুলিশ ও আনসার সদস্যদের নিজ-নিজ কেন্দ্রের দায়িত্ব বুঝে দেন পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ।

অন্যদিকে বেলা ১২টায় মহম্মদপুর ও শালিখা উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের কাছে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচন সমগ্রী বুঝে দেন দুই উপজেলার নির্বাচন অফিসার।

মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, ১৪ ইউনিয়নের ১৩১টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ফলে ১৪ ইউনিয়নের ১৩১টি কেন্দ্রে তিন হাজার ১৯৩ জন পুলিশ ও আনসার সদস্য নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনী কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া বাড়তি নিরাপত্তার জন্য পুলিশের ১৪টি মোবাইল টিম, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ১৭টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ২ প্লাটুন ও বিজিবি’র ৬ প্লাটুন টিম সার্বক্ষণিক কাজ করবে।

মাগুরার জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জাগো নিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল পস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮৯ জন, সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৫৯৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরো বলেন, এ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭৬৩ জন। এর মধ্যে পুরষ ভোটার ১ লাখ ২৩ হাজার ২৬৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৪৯৪ জন।

আরাফাত হোসেন/এফএ/এমএস

আরও পড়ুন