ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাধীনতার সুফল পেতে ঐক্যের বিকল্প নেই : বনমন্ত্রী

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৬ মে ২০১৬

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সরকারের সিমিত সম্পদ থাকা সত্ত্বেও গ্রাম-গঞ্জের ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের অর্জিত স্বাধীনতার সুফল লাভ তথা আকাঙ্খা পূরণ করতে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকলে দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকাল অতিক্রম করা সহজ।

শুক্রবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামে পল্লী বিদ্যুৎ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

pirojpur

মন্ত্রী আরো বলেন, শুধু শিক্ষা নয় আজকের সবার চাহিদা হচ্ছে সুশিক্ষা অর্জন। সুশিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ বিদ্যমান তা মোকাবেলা করে সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হলে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুর রহমান উজ্জল তালুকদার, পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী শংকর কুমার কর ও স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।

হাসান মামুন/এফএ/এমএস

আরও পড়ুন