গাবতলী পৌরসভায় বিএনপির সাইফুল মেয়র নির্বাচিত
বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ১৬৪ ভোট। তার নিকটতম বিএনপি নেতা আব্দুল লতিফ আকন্দ পেয়েছেন মাত্র ৬৯৯ ভোট। জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ৬৩৯ ভোট ও আওয়ামী লীগ আজিজার রহমান প্রার্থী ৫১৫ ভোট পান।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি কেন্দ্রের ৩৯টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে। মোট ১৪ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে আট হাজার ১৯৫ ভোট দিয়েছেন।
সাবেক মেয়র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দুটি পদ শূন্য ঘোষণা করা হয়। মেয়র পদে দু’বার তফশিল ঘোষণা হলেও বিএনপি নেতা আনোয়ার হোসেন দাঁড়াইল ও তরফসরতাজ গ্রামকে পৌর এলাকায় অন্তর্ভূক্ত করা নিয়ে হাইকোর্টে রিট করলে নির্বাচন বন্ধ হয়ে যায়। গত ৯ ডিসেম্বর আদালত মামলাটি খারিজ করে দেন। সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোট চলাকালে ম্যাজিষ্ট্রেট ছাড়াও বিপুল সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন ছিল।