ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৬ মে ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিশ্বাস ভঙ্গ এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

শুক্রবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মাহবুব উদ্দিন খোকন জানান, শনিবার সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ এবং বিভিন্ন বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক করতে হবে। একই সঙ্গে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে তা বন্ধ করার দাবিও জানান তিনি।

BNP

মাহবুব উদ্দিন খোকন আরো জানান, প্রশাসন তাদের দাবিগুলো দ্রুত কার্যকর করার আশ্বাস প্রদান করায় বিএনপির সকল প্রার্থী নির্বাচন থেকে সরে না গিয়ে  ভোটের দিন মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জয়াগ ইউনিয়নের বিএনপির প্রার্থী মাহবুব আলম, নদনো ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কুতুব উদ্দিন, চাষীরহাট ইউনিয়নের তোহিদুল ইসলাম বাবু, বজরা ইউনিয়নের জিএস ফারুক, সোনাপুরের গোলাম মোস্তফা, দেওটি ইউনিয়নের দিদার হোসেন, আমিশাপাড়া ইউনিয়নের জহিরুল ইসলাম বাবলু প্রমুখ।

মিজানুর রহমান/এআরএ/এমএস