নীলফামারীতে ১২৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
চতুর্থ দফায় নীলফামারীর কিশোরগঞ্জ ও ডোমার উপজেলার ১৯টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে শুক্রবার দুপুরে নিজ নিজ উপজেলা পরিষদ থেকে ভোটের বাক্স ও ব্যালট এবং আনুসাঙ্গিক উপকরণ নিয়ে ভোটকেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান করছে।
এদিকে, দুই উপজেলার ১৭২টি কেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রের মধ্যে ৪৭টি এবং কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৮২টি কেন্দ্রের সবকটি।
জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১৮ জন ও সাধারণ সদস্য পদে ৬৭১ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম তিন দফার নির্বাচনে নীলফামারীর কোথাও কোনো সহিংস ঘটনা না ঘটায় চতুর্থ দফার নির্বাচনেও এলাকার ভোটারদের মাঝে আরো বেশি উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এছাড়া সুষ্ঠু ভোটগ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো জানান, শনিবার ডোমার উপজেলার ডোমার, সোনারায়, হরিণচড়া, বোড়াগাড়ি, জোড়াবাড়ি, পাঙ্গামটুকপুর, বামুনিয়া, গোমনাতি, কেতকিবাড়ি ও ভোগডাবুরী এবং কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ, নিতাই, বাহাগিলি, গাড়াগ্রাম, বড়ভিটা, পুটিমারী, চাঁদখানা, রণচন্ডি ও মাগুড়া ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাহেদুল ইসলাম/এআরএ/এমএস