তিন মাসের সাজা এড়াতে ১০ বছর বিদেশে, দেশে ফিরেই গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে মো. নিজাম উদ্দিন (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তিন মাসের সাজা এড়াতে ১০ বছর সৌদি আরবে পালিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ভানুয়াই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নিজাম উদ্দিন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম রানা বিশেষ অভিযান চালিয়ে সৌদি আরব ফেরত আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করেন। ২০১৪ সালে স্ত্রীর দায়ের করা মামলায় তাকে তিন মাসের সাজা প্রদান করেন আদালত। সাজা এড়াতে দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিলেন তিনি।
ইকবাল হোসেন মজনু/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান