ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে মাদক ব্যবসায়ী সুইটের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বেনাপোল | প্রকাশিত: ০৬:০১ এএম, ১৭ অক্টোবর ২০২৪

হেরোইন রাখার অপরাধে বেনাপোলের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক মো. তসলিম আরিফ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

তিনি জানান, হেরোইন রাখার অপরাধে বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মনিরুজ্জামান সুইটের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ সাদিপুর চেকপোস্ট এলাকা থেকে সুইটকে আটক করে। এরপর তার প্যান্টের ডান পকেটে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় এসআই এহসানুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করে এসআই সফিকুল ইসলাম সর্দার ২০১৭ সালের ৩০ মার্চ আদালতে সুইটকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক বুধবার আসামির উপস্থিতিতে এ সাজা দিয়ে সুইটকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মো. জামাল হোসেন/এমআরএম