মুজিবনগর সরকার ঘোষণার গুঞ্জনে উত্তাল কুমিল্লা
মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণার গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নগরীর টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
রাত সাড়ে ৮টায় শহরের টাউন হল মাঠে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবদুল হান্নান মাসুদ। এসময় শিক্ষার্থীদের আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। টাউন হল মাঠে শত শত মানুষ জমায়েত হচ্ছেন।

এ বিষয়ে কুমিল্লার সমন্বয়ক মো. আবির বলেন, আমরা জানতে পেরেছি কুমিল্লার বিবির বাজার সীমান্তে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন। রোববার ভারতের আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে তারা মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণা করবেন। এর প্রতিবাদে আজ আমাদের এ কর্মসূচি।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল