ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়গঞ্জে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশিত: ০৯:১২ এএম, ০৮ মে ২০১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে চান্দাইকোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার কুড়িগাতি গ্রামের সোহেল রানা ও রত্না বেগম।

ষোলমাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স`র স্টেশনের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের ষোলমাইল অভি হাইওয়ে ভিলার সামনে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহেল রানা মারা যায়। মোটরসাইকেলে থাকা রত্নাকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
 
বাদল ভৌমিক/এসএস/এমএস

আরও পড়ুন