সিরাজগঞ্জে ফল ব্যবসায়ীকে জবাই করে হত্যা
সিরাজগঞ্জের কাজিপুরে এক ফল ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত মজনু শেখ (৪০) কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মজনু মেঘাই বাজারে ফল বিক্রি করতো। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। বুধবার সকালে উপজেলার যমুনা নদীর মাইজবাড়ী চরে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খরব দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার কুন্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে কে বা কারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাইজবাড়ী এলাকার জামাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/এমএস