ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১২:২০ পিএম, ০৮ মে ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আনোয়ারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ারা উত্তর পৈরতলা এলাকার জনাব আলীর স্ত্রী।

পুলিশ জানান, রোববার সকালে আনোয়ারা বেগম মারা যান বলে হঠাৎ এলাকায় খবর ছড়িয়ে পড়ে। আনোয়ারার বড় ছেলে গোলাম রাব্বানি এলাকাবাসীকে জানান তার মা উচ্চ রক্তচাপে মারা গেছেন। খবর পেয়ে আনোয়ারা বেগমের মেয়েরাও ছুটে আসেন। তবে এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে ওয়াসকরনির হামলাতেই তার মায়ের মৃত্যু হয়।

বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় এলাকাবাসী থানায় খবর দেয়। পরে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারার মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ যাওয়ার আগে গোলাম রব্বানি পালিয়ে যান।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে, তাই তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি বলে জানান ওসি।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস