ঝিনাইদহে সরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়া বিল ৯ কোটি টাকা
প্রায় ৯ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল মাথায় নিয়ে চলছে ঝিনাইদহের ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। বিভিন্ন ধরনের সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ এর মধ্যে রয়েছে।
ঝিনাইদহ ওজোপাডিকোর সূত্রে জানা গেছে, বিদ্যুতের প্রতি মাসের বিল যদি কেউ বাকি রাখে তবেই এ ধরনের সমস্যার সৃষ্টি হয়।
তারা আরও জানায়, জেলা ও উপজেলা পর্যায়ের ৮৬টি সরকারি দফতরের কাছে বিদ্যুৎ বিল অনাদায়ী রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে ৫৬টি ও উপজেলা পর্যায়ে ৩০টি সরকারি অফিস রয়েছে। জেলা পর্যায়ে সর্বোচ্চ বিদ্যুৎ বিল বকেয়ার তালিকায় আছে ঝিনাইদহ সদর হাসপাতাল। সরকারি এ অফিসের কাছে বকেয়া ১৪ লাখ টাকা। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ওজোপাডিকোর পাওনা ১১ লাখ ৩৯ হাজার টাকা। বার বার তাগাদা দিয়েও সরকারি এসব দফতর বিদ্যুৎ বিল পরিশোধ করছে না।
বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ূব আলী বলেন, এটা আমাদের সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমরা বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে পাঠিয়েছি। বরাদ্দ পেলেই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। অন্যান্য অফিসেরও একই ধরনের উত্তর পাওয়া যায়।
ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, এরই মধ্যে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় ও পৌরসভা বড় অঙ্কের বিল পরিশোধ করেছে। 
সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া রাখা যাবে না। কিন্তু দ্রুত বরাদ্দ প্রক্রিয়া না থাকার কারণে সরকারি দফতরগুলো বিল পরিশোধ করতে পারছে না। এ কারণেই ঝিনাইদহের বিভিন্ন সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস